প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে অভিধম্ম দিবস পালন এবং পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুষ্ঠানে যোগ দেবেন। সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফেডারেশন আন্তর্জাতিক অভিধম্ম দিবস পালন করছে।
ওই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য সংরক্ষণ ও তুলে ধরার পাশাপাশি পালি ভাষার গুরুত্ব ও অভিধম্ম দিবসের তাৎপর্য নিয়ে নিজের মতামত ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু উপস্থিত থাকবেন