মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 21, 2024 8:24 AM

printer

প্রধানমন্ত্রী আজ তিনদিনের সফরে পোল্যান্ড ও ইউক্রেন যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনদিনেরসফরে পোল্যান্ড ও ইউক্রেন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণকারণ ৪৫ বছর পরে ভারতের কোন প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন। এই সফর এমন একসময়ে হতে চলেছে যখন উভয় দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ করছে। শ্রী মোদীকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো-তে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠকে অংশ নেবেন। এরপাশাপাশি পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার সঙ্গেও তিনি মিলিত হবেন।

প্রধানমন্ত্রী সে দেশের ভারতীয় সম্প্রদায়েরসঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। একই সঙ্গে তিনি সে দেশের বাণিজ্য নেতৃবৃন্দ ও ওয়াশোর বিশিষ্ট ভারতবিদদের সঙ্গেও কথা বলবেন। জামনগর ও কোলাপুরের সঙ্গে পোল্যান্ডের বিশেষসম্পর্কযুক্ত স্মারক সৌধ পরিদর্শন করবেন।

নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদমির জেলেনস্কির আমন্ত্রণে সেদেশ সফর করবেন। ১৯৯২ সালে দুদেশের মধ্যে কূটনৈতিক  সম্পর্ক স্থাপনের পর কোনো প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন। উভয় নেতার মধ্যে সাম্প্রতিককালে উচ্চস্তরীয় আলাপ-আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন