মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 22, 2024 12:19 PM

printer

প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে ২৬ তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কুয়েতের আমির এবং যুবরাজের সঙ্গে পৃথক বৈঠক করবেন। বায়ান প্রাসাদে এক অনুষ্ঠানে শ্রী মোদী কে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হবে। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে তিনি অংশ নেবেন।  

প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে ২৬ তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

৪৩ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এই উপসাগরীয় দেশ  সফর।  দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী গতকাল বিকেলে দু দিনের সফরে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত সিটিতে পৌঁছোন। কুয়েতের শেখ সাদ আল-আব্দুল্লাহ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘হালা মোদি’ অনুষ্ঠানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণে, শ্রী মোদি কুয়েতের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন। কুয়েত সরকার এবং সেদেশের নাগরিকদের কাছে ভারতীয়দের  সুখ্যাতির  তিনি প্রশংসা করেন। দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের এগিয়ে থাকার কথা উল্লেখ করে   তিনি এই সাফল্যের জন্য কুয়েত সহ বিদেশী ভারতীয়দের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছেন। 

প্রধানমন্ত্রী কুয়েতের উচ্চাকাঙ্ক্ষা এবং ভারতের দক্ষতা ও সামর্থ্যের মধ্যে সাযুজ্য বৃদ্ধির ওপর জোর দেন।  বাণিজ্য ও উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে তখন নতুন কুয়েতের প্রয়োজন ভারতের দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং শ্রমশক্তি। শ্রী মোদী বলেন, সারা বিশ্বে দক্ষ প্রতিভার চাহিদা মেটানোর ক্ষমতা ভারতের রয়েছে।

বিশ্বের পঞ্চম-বৃহৎ অর্থনীতি, আর্থিক প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব প্রদানকারী এবং স্টার্টআপ ইকোসিস্টেমের তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে ভারতের সাফল্য গুলিকে প্রধানমন্ত্রী তুলে ধরেন।

উপসাগরীয় অঞ্চলে ভারতীয় কর্মীদের সহায়তা দানের লক্ষ্যে তৈরী  ই-মাইগ্রেট পোর্টালের মতো উদ্যোগের উল্লেখ করে শ্রী মোদী প্রযুক্তিতে ভারতের অগ্রগতি তুলে ধরেন।  ভারতকে বিশ্ববন্ধু হিসাবে উপস্থাপন করে, তিনি আর্থিক অন্তর্ভুক্তি, নারী-নেতৃত্বাধীন উন্নয়ন এবং ডিজিটাল সংযোগে দেশের অগ্রগতির উপর জোর দেন। দু দেশের উচ্চাকাঙ্খার প্রতিফলন হিসেবে তিনি বিকশিত ভারত এবং নিউ কুয়েতের কথা বলেন। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার  উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন ভারতের দক্ষতা এবং উদ্ভাবন দু দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বকে উৎসাহিত করতে পারে।  2025 সালের জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস এবং মহা কুম্ভে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রবাসীদের বিশেষ আমন্ত্রণ জানান।

কুয়েতের আমিরের আমন্ত্রণে  ভারতের প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর দুই দেশের মধ্যে স্থায়ী মৈত্রীকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী ভারতীয় সম্প্রদায়কে সহায়তার জন্য কুয়েতের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেছেন।

এর আগে প্রধানমন্ত্রী গালফ স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং কুয়েতে ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করেন। শ্রী মোদি কুয়েত সিটিতে প্রবাসী ভারতীয়  এবং ১০১ বছর বয়সী প্রাক্তন IFS আধিকারিক  মঙ্গল সাইন হান্দার সাথে দেখা করেন।  রামায়ণ মহাভারতের আরবী অনুবাদক আবদুল্লাহ আল বারউন এবং এই অনুবাদের প্রকাশক আবদুল লতিফ আল নেসেফ এর সঙ্গেও তিনি সাক্ষাত করেন।   

উল্লেখ্য, প্রধানমন্ত্রী এর আগে তার মাসিক মন কি বাত রেডিও ভাষণে তাদের সাংস্কৃতিক অবদানের কথা স্বীকার করেছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন