প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের চালিকা শক্তি হিসাবে বিমস্টেকের ভূমিকার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ভারত শান্তিপূর্ণ, সমৃদ্ধ, নমনীয় এবং সুরক্ষিত বিমস্টেক অঞ্চল নির্মাণে দায়বদ্ধ বলেও শ্রী মোদী উল্লেখ করেছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ নতুন দিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, শক্তি, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান, নিরাপত্তা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মত ক্ষেত্রগুলি মজবুত করার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে শ্রী মোদী ভারতের প্রতিবেশী সর্বাগ্রে এবং পূবে তাকাও নীতিতে বিমস্টেকের গুরুত্বের কথাও তুলে ধরেন।
Site Admin | July 12, 2024 10:04 PM