প্রতিরক্ষা সরঞ্জামের বিশেষ প্রদর্শনী ইস্ট টেক ২০২৪ আজ থেকে কলকাতায় শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি ইন সি লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর তেওয়ারি এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
জিওসি ইন সি বলেন, ভারতীয় সেনার প্রয়োজনে আধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্র,উপকরণ ও অন্যান্য সামগ্রী ১৪০টি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্হা এই প্রদর্শনীতে তুলে ধরবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট ২০০ থেকে বৃদ্ধি করে ৪০০কোটি টাকা বরাদ্দ করার যে আবেদন জানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক তা অনুমোদন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রী তেওয়ারী জানান, ড্রোনের সাহায্যে নজরদারি অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই এক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ভারতীয় সেনানীদের কুর্নিশ জানিয়ে বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার বিশেষ অবদান আছে। কাশিপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে কাজ কর চলেছে বলেও তিনি জানান।