প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার একটি মজবুত প্রতিরক্ষা শিল্প পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে পরিবর্তনমুখী নীতি সংস্কারের পথে এগোচ্ছে। এজন্য বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে স্বনির্ভরতার ওপর এবং উৎসাহ দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতায়। নতুন দিল্লিতে Aero India 2025 এর প্রাক্কালে, রাষ্ট্রদূতদের গোলটেবিল বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী আধুনিক প্রযুক্তি প্রয়োগ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত যে, ফোর্থ জেনারেশন অর্থাৎ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, নিউক্লিয়ার সাবমেরিন, যুদ্ধোপযোগী মেইন ট্যাঙ্ক এবং আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম বিশেষ কয়েকটি দেশের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে, সে কথাও প্রতিরক্ষা মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন।
রাজনাথ সিং বলেন, C-295 যুদ্ধ বিমান তৈরির প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতায় উৎসাহদানে ভারতের দায়বদ্ধতার প্রমাণ। তিনি আরও বলেন, ভারতের মহাকাশ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন উদ্যোগ বা অংশীদারিত্বের জন্য বিদেশী কোম্পানীগুলির কাছে যথেষ্ট সম্ভাবনাময় সুযোগ রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা পরিমন্ডলের জন্য শান্তি ও সমৃদ্ধির জন্য সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রসমনে এবং অর্থনৈতিক বিকাশ ও প্রযুক্তিগত অগ্রগতির সুফল ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সব দেশের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরী বলে তিনি উল্লেখ করেন।
আসন্ন AERO ইন্ডিয়া 2025 সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, কৌশলগত অংশীদারিত্ব, সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনাগুলি খতিয়ে দেখার জন্য বৈশ্বিক অংশীদারদের পক্ষে এটি একটি মঞ্চ হিসাবে কাজ করবে।