প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ২০২৫ সাল ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের বছর হয়ে উঠবে। নববর্ষের প্রাক্কালে প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প সংস্কার ও কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেন।
রাজনাথ সিং দৃঢ়তার সঙ্গে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য ২০২৫ সাল সংস্কারের বছর হিসেবে উল্লেখযোগ্য হতে চলেছে। ভারতের প্রতিরক্ষা বিভাগের এই প্রস্তুতি আগামী দিনে অভূতপূর্ব অগ্রগতির দিশা দেখাবে। দেশের সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিগত দিক থেকে আরো পারদর্শী করে তোলা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রকে উন্নত করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন সাইবার প্রযুক্তিকেও কাজে লাগানো হবে।