প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাবাহিনীর কর্ম দক্ষতা ,প্রস্তুতি ও তৎপরতার জন্যে তাদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আজ সিকিমের গ্যাংটকে সেনা কম্যান্ডারদের দ্বিতীয় সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন। প্রতিরক্ষা পরিকাঠামো, কূটনীতি সেনাবাহিনির আধুনিকীকরণ-এর মতো বিষয় এধরনের সম্মেলনে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। নিয়মিত যুদ্ধের প্রস্তুতি জারি রাখার ওপরেও জোর দেন তিনি।
পরে প্রতিরক্ষা মন্ত্রী, গত অক্টোবরে হিমবাহ ফেটে বন্যায় মর্মান্তিক ভাবে প্রান হারানো ২২ জন বীর সৈনিকের স্মৃতিতে প্রেরনা স্থলের উদ্বোধন করেন।