প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ চেন্নাইতে উপকূলরক্ষী বাহিনীর সদর দপ্তরে আঞ্চলিক সমুদ্র দূষণ মোকাবিলা কেন্দ্রের উদ্বোধন করেছেন। সমুদ্রে খনিজ তেল ছড়িয়ে পড়ে দূষণ নিয়ন্ত্রণে এই কেন্দ্র থেকে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলা হবে।এই লক্ষ্যে দু সপ্তাহের জন্য আশিয়ান দেশ গোষ্ঠীর কুড়িজন কর্মীকে উন্নত পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে। জরুরী পরিস্থিতিতে এই কেন্দ্র দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করবে। শ্রী সিং চেন্নাই বন্দরে সামুদ্রিক দূষণ প্রতিরোধী অ্যাকশন সেন্টারেরও উদ্বোধন করেন। এই কেন্দ্রটি সমুদ্রের জল দূষণের সমস্যার মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলে তেল ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করবে। পরে, শ্রী সিং পুদুচেরীতে উপকূলরক্ষী বাহিনীর এয়ার এনক্লেভের উদ্বোধন করেন। এখান থেকে আঞ্চলিক বাণিজ্য এবং নিরাপত্তার পক্ষে গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের ওপর নজরদারী চালানো সম্ভব হবে।
Site Admin | August 18, 2024 9:55 PM