প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর জন্য K9 VAJRA-T স্ব-চালিত ট্র্যাকড আর্টিলারি বন্দুক কেনার জন্য ৭,৬২৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লীতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেডের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, যে K9 VAJRA-T আর্টিলারি ব্যবস্থার আধুনিকীকরণে অনুঘটকের কাজ করবে। ভারতীয় সেনাবাহিনীর সামগ্রিক প্রস্তুতিও বাড়বে। এতে আরও বলা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত বন্দুকটি নির্ভূলভাবে আঘাত হানতে সক্ষম। মন্ত্রক আরও বলেছে যে এই প্রকল্পে চার বছরের সময়কালে নয় লক্ষেরও বেশি শ্রমদিবসের কর্মসংস্থান সৃষ্টি করবে।
Site Admin | December 20, 2024 10:10 PM