প্রতিরক্ষা মন্ত্রক, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন পর্ষদ, DRDOর – Air Independent Propulsion (AIP) Plug তৈরির জন্যে ২ হাজার ৮৬৭ কোটি টাকার ২ টি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লীতে আজ প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ভারতীয় ডুবো জাহাজে Air Independent Propulsion (AIP) Plug এবং কালাভারি সাব মেরিনে ইলেকট্রনিক হেভি ওয়েট টর্পেডো বসানো হবে।
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাই এর মাজাগাওন ডক শিপ বিল্ডারস লিমিটেডের সঙ্গে ১ হাজার ৯৯০ কোটি টাকার AIP Plug চুক্তি স্বাক্ষরিত হয়।
অন্যদিকে EHWT সংক্রান্ত ৮৭৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের একটি নৌ বাহিনীর গোষ্ঠীর সঙ্গে। আত্ম নিরভর ভারত করমসুছির অঙ্গ হিসেবে এই উদ্যোগ।
Site Admin | December 30, 2024 11:40 PM