মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 5, 2024 9:41 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নির্মাণ সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই-র অধীনে দুটি নতুন যুদ্ধ জাহাজ তৈরির কাজের আজ সূচনা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নির্মাণ সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই-র অধীনে দুটি নতুন যুদ্ধ জাহাজ তৈরির কাজের আজ সূচনা হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস, নেক্সট জেনারেশন অফসোর পেট্রল ভেসেল নামে দুটি যুদ্ধ জাহাজের নির্মাণ কাজের সূচনা করেন। ভারতীয় নৌ বাহিনীর জন্য এই সংস্হা চারটি নতুন যুদ্ধ জাহাজ নির্মাণ করছে। রাজ্যপাল বলেন, জাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারত আজ বিশ্বের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এক শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

জিআরএস‌ই-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই যুদ্ধ জাহাজ আগে, নির্মিত জাহাজগুলির তুলনায় অনেক বড় এবং বেশি ক্ষমতা সম্পন্ন।  ১১৩মিটার দীর্ঘ এবং ১৪দশমিক ৬মিটার চওড়া এক একটি জাহাজে ২৪

জন আধিকারিক এবং ১০০জনের বেশি নাবিক থাকতে পারবেন। যুদ্ধ জাহাজগুলি চোরাচালান ও পাচারের বিরুদ্ধে লড়াই করা ছাড়াও দুর্যোগে ত্রাণ পৌঁছানো,  অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং অনুপ্রবেশ বিরোধী অভিযানে অংশ নেবে। পাশাপাশি নজরদারি ও ল্যান্ডমাইন ধ্বংসের কাজ চালাতে সক্ষম।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন