প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন (ডিআরডিও) রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে চতুর্থ প্রজন্মের অত্যন্ত স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের তিনটি সফল পরীক্ষা চালিয়েছে। উচ্চ-গতির লক্ষ্যবস্তু ঠেকাতে এই পরীক্ষা চালানো হয়। মানব বহন যোগ্য বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমটি যৌথভাবে তৈরি করেছে রিসার্চ সেন্টার ইমারত-RCI এবং DRDO। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, সশস্ত্র বাহিনী এবং এই পরীক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই নতুন ক্ষেপণাস্ত্রটি আকাশ পথে চ্যালেঞ্জের মোকাবিলা করতে সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিগত শক্তি দেবে।
Site Admin | October 5, 2024 9:38 PM