প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন –DRDO এবং ভারতীয় নৌবাহিনী গতকাল ওড়িষার চাদিপুর উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশজ প্রযুক্তিতে নির্মিত স্বল্পপাল্লার ভূমি থেক আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে সরাসরি খাড়াভাবে এই ক্ষেপণাস্ত্রটি দ্রুতগতিতে আকাশে লক্ষ্য বস্তুতে আঘাত হানে। এর ফলে, আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কম উচ্চতায় ভাসমান লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা অর্জন করল। ক্ষেপণাস্ত্র গবেষণায় এই সাফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং DRDO এবং ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
Site Admin | March 27, 2025 1:48 PM
প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন –DRDO এবং ভারতীয় নৌবাহিনী গতকাল ওড়িষার চাদিপুর উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশজ প্রযুক্তিতে নির্মিত স্বল্পপাল্লার ভূমি থেক আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে।
