প্রতিরক্ষা ও মহাকাশ খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ জাতীয় রাজধানীতে ডেফকানেক্ট 4.0 এর উদ্বোধন করবেন। প্রতিরক্ষা মন্ত্রকের, প্রতিরক্ষা উৎপাদন বিভাগের অধীনস্থ ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স – ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন, দিল্লি ক্যান্টনম্যান্টের মানেকশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এর আগে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী বলেন,
রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী, ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং (ডিপিএসইউ), শিল্প নেতৃবৃন্দ, উদ্ভাবক, স্টার্ট-আপ এবং এমএসএমই, শিক্ষাবিদ, ইনকিউবেটর, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের একত্রিত করে ডিফকানেক্ট ৪.০ ভারতের প্রতিরক্ষা উদ্ভাবন যাত্রায় একটি মাইলফলক।