প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের যোধপুরে বায়ু সেনা ঘাঁটি থেকে চলতি তরঙ্গ শক্তি মহড়া পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এদেশের তিন বাহিনী এবং বিদেশী বিমান বাহিনীর প্রধানরা। মহড়ার অঙ্গ হিসেবে হেলিকপ্টার প্রচন্ড এবং সারাং, সূর্যাকিরণ অ্যারোবেটিক দল এবং ফাইটার জেট এলসিএ তেজসের প্রদর্শন প্রত্যক্ষ করেন তাঁরা। অনুষ্ঠানে শ্রী সিং বলেন, তরঙ্গ শক্তি হল বন্ধু দেশগুলির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যম। দেশের সামরিক ক্ষমতা প্রদর্শন এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। একটা সময় ছিল যখন ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করত, কিন্তু এখন ৯০টি দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে ভারত।
আগামী রবিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। অংশগ্রহনকারীরা, ডিআরডিও, বেসরকারী সংস্থা এবং শীর্ষ স্টার্ট আপ সংস্থাগুলির সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।