প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পৌরহিত্যে আজ নতুন দিল্লিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল- ডিএসি-র বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িতে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র অ্যাডভান্সড ল্যান্ড নেভিগেশন সিস্টেম সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে ২২টি ইন্টারসেপ্টর বোট কেনার সিদ্ধান্ত হয়েছে। উপকূল এলাকায় নজরদারি, উদ্ধার অভিযান সহ বিভিন্ন কাজে সাহায্য করবে এই জলযান।