প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে গত বছর ল্যাব মিত্র নামে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তা জাতীয় ই-গর্ভরন্যান্স স্বর্ণ পুরষ্কার লাভ করেছে। গতকাল মুম্বাইতে জাতীয় ই-গর্ভরন্যান্স-এর সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। প্রশাসনিক সংস্কার ও জেলাস্তরে ই-গর্ভরন্যান্সকে রূপদানের বিষয়ে উল্লেখযোগ্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।