প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে বাজারে আলুর জোগানে টান পড়ার আশঙ্কা। বিভিন্ন জায়গায় হিমঘর খোলা থাকলেও কর্মবিরতির দরুণ আলু বের করা হচ্ছে না। এর জেরে বাজারে আলুর দাম ফের উর্ধ্বমুখী হবে বলে মনে করছেন ক্রেতারা। সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ে্র দাবি, রাজ্যের প্রায় ৮০ হাজার আলু ব্যবসায়ী অনির্দিষ্টকালীন এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা এবং পুলিশি হয়রানির প্রতিবাদে আজ থেকে কর্ম বিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
Site Admin | July 22, 2024 9:17 PM