প্রখ্যাত ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ডঃ রাম নারায়ন আগরওয়াল প্রয়াত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ডক্টর আগরওয়ালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। অসামান্য এই মহাকাশ বিজ্ঞানীকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডিআরডিও বলেছে, ডক্টর আগরওয়াল ২ দশকের বেশি সময় ভারতের উচ্চাকাঙ্ক্ষী অগ্নি ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে ক্ষেপণাস্ত্রের ফিরে আসার প্রযুক্তি, উত্তাপ প্রতিহত করার আবরণ, প্রোপালসন ব্যবস্থা, তাকে সঠিক পথে চালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি।