প্যারিস প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের ঝুলিতে আরো একটি সোনা, দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ এসেছে। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো ১১।
পুরুষদের ব্যাডমিন্টনের SL 3 ম্যাচে ভারতের নীতেশ কুমার সোনা জিতেছেন। ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষকে ২১-১৪, ১৮-২১, ২৩-২১ এ হারিয়ে দেন। এই জয়ের হাত ধরে এবারের প্যারালিম্পিক্সে ভারত দুটি সোনা পেল।
পুরুষদের ডিসকাস থ্রো-এর F-56 ফাইনালে যোগেশ কাঠুনিয়াও আজ রৌপ্য পদক জয় করেন। প্যারা শাটলার থুলাসিমাথি মুরুগেসান মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গেলসে আজ রূপো পেয়েছেন। ফাইনালে তিনি চীনের ইয়াং কুইজিয়ার কাছে হেরে যান। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গেলসের SU5 ম্যাচে মনিশা রামদাস আজ ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে ২১-১২, ২১-৮ এ হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
পুরুষদের সিঙ্গেলসের SL4 ম্যাচের ফাইনালে আজ ভারতের সুহাস ইয়াথিরাজ, ফ্রান্সের লুকাস মাজুরের মোকাবিলা করছেন।
পুরুষদের জ্যাভলিনে আজ আজ রাতে খেলতে নামবেন সন্দীপ সারগার।
প্যারা আর্চারিতে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে বিশ্বের এক নম্বর রাকেশ কুমারের।