প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গতকাল একটি সোনা, একটি রূপো এবং দুটি ব্রোঞ্জ সহ চারটি পদক জিতেছে।
ভারতীয় শুটার অভনী লেখারার হাত ধরে এবারের প্রথম স্বর্ণপদক এসেছে। ১০ মিটার এয়ার রাইফেল এস এইচ ওয়ান ফাইনালে আজ অবনি ২৪৯ দশমিক ৭ পয়েন্ট পেয়ে গেমস রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। টোকিও প্যারালিম্পিক্সেও অবনী সোনা জিতেছিলেন।
একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মোনা আগারওয়াল । প্রীতি পালও মহিলাদের ১০০ মিটার স্প্রিন্ট T35 ফাইনালে ব্যক্তিগত সেরা ১৪ দশমিক ২১ সেকেন্ডে দৌড় শেষ করে একটি ব্রোঞ্জ পদক পান।
অন্যদিকে শ্যুটিং-এ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন মনীশ নারওয়াল।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এই চার পদক জয়ীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেছেন, গোটা দেশ এদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গর্বিত। তাঁদের এই কৃতিত্ব আগামী দিনে যুব সমাজকে আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অবনী লেখারা সহ চার পদক বিজেতাকেই শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী বলেন, অবনী হলেন প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবীদ, যিনি প্যারালিম্পিক্সে তিনটি পদক জয় করে এক ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর নিষ্ঠা ও সাফল্য দেশকে গৌরবান্বিত করেছে।
এদিকে প্যারালিম্পিক্সে ভারতের তিরন্দাজ রাকেশ কুমার ও সারিতা নিজ নিজ বিভাগে পরবর্তী রাউন্ডে উঠেছেন। রাকেশ সেনেগালের আলিয়ৌ ড্রেম ১৩৬-১৩১ ব্যবধানে হারিয়ে প্রাক কোয়ার্টার ফাইনালে ওঠেন।
অন্যদিকে সারিতা হারান মালয়েশিয়ার নুর জান্নাতান আব্দুল জলিলকে।
এদিকে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে শ্যামসুন্দর সামি থাইল্যান্ডের কোমসান সিনপিরোমের কাছে অল্পের জন্য হেরে গেছেন।