প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের দীপ্তি জিভনজি, মহিলাদের ৪০০ মিটার T20 ফাইনালে ব্রোঞ্জ পদক জয় করেছেন। গতকাল তিনি ৫৫ দশমিক ৮/২ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে তৃতীয় স্থান লাভ করেন। ইউক্রেনের ইউলিয়া শুলিয়ার ৫৫ দশমিক ১/৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে প্রথম স্থান দখল করেন। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল অন্দার।
উল্লেখ্য,২০ বছরের দীপ্তি হলেন প্রীতি পালের পর দ্বিতীয় ভারতীয় যিনি ট্র্যাক ইভেন্টে কোন পদক জয় করলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দীপ্তিকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, দীপ্তি দেশের অগনিত মানুষের সামনে অনুপ্রেরনার এক উৎস ।
এই নিয়ে ভারত এই প্রতিযোগিতায় এ পর্যন্ত ২০ টি পদক লাভ করলেন, যার মধ্যে ৩ টি সোনা, ৮ টি রুপো ও ৯ টি ব্রোঞ্জ ।