প্যারিস প্যারালিম্পিকসে ভারতের শীতল দেবী ও রাকেশ কুমারের মিক্স কম্পাউন্ড তীরন্দাজি দল, যৌথভাবে ১৩৯৯ স্কোর নিয়ে নতুন প্যারালিম্পিকস রেকর্ড গড়েছে। তারা দুজন কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই হিসেবে আগামী দোসরা সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
দ্বিতীয় দিনে ভারতীয় অ্যাথলেটরা আজ বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। টোকিও গেমসে দুটি পদকজয়ী অবনী।। লেখারা R2 মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে SH1 যোগ্যতা নির্ণায়ক এবং ফাইনালে প্রতিদ্বন্দিতা করবেন। একই ইভেন্টে খেলতে নামবেন মোনা আগারওয়াল।
সুহাস ইয়াথিরাজ তার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলবেন। অ্যাথলেটিক্সে ভারতের তিন প্রতিযোগী আজ পদক জয়ের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।