প্যারিস প্যারলিম্পিকে ভারত ৭-টি সোনা, ৯-টি রূপো এবং ১৩-টি ব্রোঞ্জ সহ রেকর্ড ২৯-টি পদক জিতেছে।
পুরুষদের জ্যাভলিন থ্রো- F-41-এর ফাইনালে নভদীপ সোনা এবং , মহিলাদের ২-শো মিটার টি-টুয়েলভ ফাইনালে স্প্রিন্টার সিমরণ ব্রোঞ্জ পদক জেতেন । রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নভদীপ ও সিমরণকে এই উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল, আগামীকাল প্যারিস গেমসের সমাপ্তী অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন। প্রীতি প্রথম ভারতীয় মহিলা , যিনি প্যারালিম্পিকে দুটি পদক জিতে হয়ে ইতিহাস তৈরি করেছেন। 2020 টোকিও প্যারালিম্পিকে, ভারত পাঁচটি সোনা জিতেছিল।