প্যারিস ওলিম্পিকসের পঞ্চম দিনে আজ ভারতীয় মুষ্টিযোদ্ধা, তীরন্দাজ, শ্যুটার এবং ব্যাডমিন্টন তারকারা আজ পদক জয়ের লক্ষ্যে নিজ নিজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বক্সিং –এ ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লাভলিনা বড়্গোহাই। তিনি কোয়ার্টারফাইনালে চীনের লি চিয়ান এর মুখোমুখি হবেন। শ্যুটিং-এ ভারতের স্বপ্নিল কুসালে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে জায়গা করে নিয়েছেন। যোগ্যতা নির্নায়ক পর্বে ৫৯০ স্কোর করে তিনি সপ্তম স্থান অর্জন করেন। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ঐশ্বর্য প্রতাপ। শ্রেয়সী সিং এবং রাজেশ্বরী কুমারী ট্র্যাপ শ্যুটিং-এ যোগ্যতা নির্নায়ক পর্বে খেলবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, ক্রিস্টিন কুবা-কে 21-5, 21-10 গেমে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছেন। পুরুষদের বিভাগে লক্ষ্য সেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে দেন। ভারতের H.S প্রণয়, ভিয়েতনামের ডাচ ফাত লি-র বিরুদ্ধে খেলবেন। ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ ব্যক্তিগত বিভাগে অনুশ আগরওয়ালা অংশ নেবেন। টেবিল টেনিসে শ্রীজা আকুলা. সিঙ্গাপুরের জিয়ান জেং কে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছেন। তীরন্দাজিতে মহিলা দের এলিমিনেশন পর্বে দীপিকা কুমারি ৬-৫-এ জয় পেয়েছে শেষ ৩২-এ পৌঁছেছেন। পুরুষদের বিভাগে তরুনদীপ রাই আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। বক্সিং এর ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার পরাজিত হয়েছেন।
এবারের অলিম্পিক্সে ভারত এপর্যন্ত দুটি পদক পেয়েছে।