প্যারিস অলিম্পিক্সে ১শো গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে অযোগ্য ঘোষণার পর ভিনেশ ফোগাট কুস্তি জগতকে বিদায় জানিয়েছেন। আজ ভোরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় মা কে উদ্দেশ্য করে বলেন, দিনের শেষে কুস্তির কাছে তিনি হেরে গেছেন। সকলের কাছে ঋণ স্বীকার করে এই সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।
এর আগে, গতকালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় কুস্তিগীর, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস – সি এ এসে আবেদন জানিয়েছেন। তাঁর দাবী, সেমিফাইনালে নিজ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছান। সে সময় ওজন নিয়ে কোনো সমস্যা ছিল না। ফাইনালে খেলতে না পারলেও সেমিফাইনালে জয়ী হওয়ায় রৌপ্য পদক প্রদানের দাবী জানান ভিনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ ব্যাপারে আজ রায় দেবার কথা থাকলেও তার আগেই ভিনেশের এই ঘোষণা।