প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আজ চলতি মরসুমে দুটি ব্রোঞ্জ জয়ী মনু ভাকের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর একটায়।
দুপুর সাড়ে বারোটায় গলফে পুরুষদের সিঙ্গেলসে রাউন্ড থ্রীর ম্যাচে খেলবেন গগনজিত ভুল্লার।
তীরন্দাজীতে মহিলাদের ওয়ান বাই এইট এলিমিনেশন ম্যাচে ভারতের দীপিকা কুমারী, জার্মানীর মিশেল ক্রোপেনের মুখোমুখি হবেন। খেলা শুরু দুপুর ১ টা ৫০ মিনিটে। অপর ম্যাচে ভজন কৌর প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের।
শ্যুটিং এ পুরুষদের স্কীটে অনন্ত জিত সিং নারুকা এবং মহিলাদের স্কীটে রাইজা ধিলনের খেলা রয়েছে।
সেইলিং এ মহিলাদের ডিঙ্ঘিতে ভারতের নেত্রা কুমারান খেলতে নামছেন। খেলা শুরু বিকেল তিনটে ৩৫ এ । একই খেলায় পুরুষদের বিভাগে খেলবেন বিষ্ণু সর্বানন।
গতকাল ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেছেন। প্রথম সেটে হেরে গেলেও দুর্দান্ত কামব্যাক করে ১৯-২৪, ২১-১৫, ২১-১২য় ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন লক্ষ্য। এই প্রথম কোনো ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সেমিফাইনালে পৌঁছালেন। আগামীকাল সেমিফাইনালের খেলা।
হকিতে পুল বির খেলায় ভারত, অস্ট্রেলিয়াকে ৩-২ এ হারিয়ে দেয়। এর মধ্যে অধিনায়ক হারমনপ্রীত সিং দুটি এবং অভিষেক জয়সূচক গোলটি করেন।