শুটিংয়ে আরো একটি পদক এলো ভারতের ঘরে। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে আজ ব্রোঞ্জ জিতেছেন, মনু ভাকের ও সরবজোৎ সিং। তাঁরা দক্ষিণ কোরিয় জুটি ও-ই-জিন এবং লিওন হো-কে ১৬-১০ ব্যবধানে পরাজিত করেন। মনু ভাকের প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিকে দুটি পদক জিতে ইতিহাস গড়লেন। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হ প্যার কৃতিত্ব’ও অর্জন করলেন তিনি। এর আগে মনু ভাকের, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। সরবজোৎ সিং-এর এটি হল প্রথম অলিম্পিক পদক।
উল্লেখ্য ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং কুস্তিগীর সুশীল কুমার এর আগে দুটি করে পদক জিতেছিলেন, তবে সেগুলি ছিল দুটি আলাদা অলিম্পিকে।