মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 9, 2024 12:22 PM

printer

প্যারিস অলিম্পিকে  ভারতের জন্য প্রথম রুপো এনে দিলেন নীরজ চোপড়া।

প্যারিস অলিম্পিকে  ভারতের জন্য প্রথম রুপো এনে দিলেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে রৌপ্য পদক জয় করলেন। চলতি সিজনে এটাই ছিল তাঁর সেরা থ্রো। 

এই ইভেন্টে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন, পাকিস্তানের আরশাদ নাদিম। তিনি ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। তিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে নরওয়ের আন্দ্রেয়াস থারকিল্ডসেনের ৯০.৫৭ মিটারের রেকর্ড ভাঙলেন। ৮৮.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। 

টোকিও গ্রীষ্মকালীন গেমসে সোনা জয়ী নীরজ, গত মঙ্গলবার প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা রাউন্ডে বি গ্রুপে ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জয়ের আশা জাগিয়েছিলেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জয়ী নীরজ চোপড়া কে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি মুর্মু তাঁর বার্তায় বলেছেন, ভারত নীরজের জন্য গর্বিত। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মগুলিকে অনুপ্রাণিত করবে।

নীরজকে দক্ষতার প্রতিমূর্তি হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শ্রী মোদী  বলেছেন আরো একবার প্রতিভার পরিচয় দিয়েছে নীরজ। অলিম্পিকে আরো একটি সাফল্য নিয়ে ফেরায় দেশ অত্যন্ত আনন্দিত। এক্স হ্যান্ডেল এ প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় লিখেছেন, দেশের অগণিত উঠতি অ্যাথলেটের কাছে, তাদের স্বপ্ন নিয়ে এগোবার লক্ষ্যে, নীরজ নিরন্তর অনুপ্রেরণা হয়ে থাকবেন এবং দেশকে গর্বিত করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নীরজ চোপড়ার প্রশংসা করে বলেছেন, তিরঙ্গার সম্মান আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন