প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ সম্মেলন AI Action Summit এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাবের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এই শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য কোড প্রণয়ন করছে বলে তিনি জানিয়েছেন।
ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শীর্ষ সম্মেলনের সহ-সভাপতি হিসেবে, প্রধানমন্ত্রী বলেন কৃত্রিম মেধা বা artificial intelligent – AI অতীতের যে কোনও প্রযুক্তি সংক্রান্ত মাইলফলকের থেকে আলাদা। এ ক্ষেত্রে প্রশাসনিক কাজের জন্য একটি বিশ্বব্যাপী, দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার প্রয়োজন।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিসেবা, শিক্ষা এবং কৃষিতে বিপ্লব ঘটিয়ে, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য AI-এর সম্ভাবনার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি দক্ষিনী বিশ্বে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার, জনমুখী অ্যাপ্লিকেশন তৈরি এবং সকলে যাতে AI এর সুবিধা পান, তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন ।
AI –কে ব্যবহারের ক্ষেত্রে ভারতের নেতৃত্বদানের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) প্রশাসনিক কাজকে আধুনিকীকরণে সহায়তা করেছে, ১৪০ কোটি দেশবাসীর জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। তিনি ভারতের তথ্য প্রয়োগের মাধ্যমে ক্ষমতায়ন এবং নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামোর বিষয়ে আলোচনা করেছেন, এর ফলে ডিজিট্যাল পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য সহজ হয়েছে। ভারতের জাতীয় কৃত্রিম মেধা মিশনের এটিই ভিত্তি।
প্রধানমন্ত্রী বলেন, যন্ত্র নয়, মানুষের হাতেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের চাবিকাঠি। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় উন্নয়নকে দায়িত্বশীলভাবে রূপ দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যাতে এটি প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে নৈতিক ও সামাজিক কল্যাণের সমন্বয় সাধন করে।
শ্রী মোদী বলেন, AI এর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভয় কাজ করে, অনেকেই মনে করেন এর ফলে তারা চাকরি হারাবেন। কিন্তু, প্রযুক্তির কারণে যে মানুষ কর্মচ্যুত হন না, ইতিহাস তার সাক্ষী। কাজ হারিয়ে যায় না। কাজের ধারার পরিবর্তন হয় এবং নতুন ধরনের কর্ম সংস্থানের সৃষ্টি হয়। এআই-চালিত ভবিষ্যতের জন্য আমাদের দক্ষ হয়ে উঠতে হবে , এর জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে।
তিনি বলেন, আজকের আলোচনায় একটি জিনিস স্পষ্ট হয়েছে, কৃত্রিম মেধার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের ভাবনা ও উদ্দেশ্য অভিন্ন। তিনি “AI Foundation” এবং “Council for Sustainable AI” গঠনের প্রস্তাবকে স্বাগত জানান। কৃত্রিম মেধার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারীত্বর উপর গুরুত্ব দেন তিনি। আজকের সম্মেলনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলি কার্যকর করার উপর গুরুত্ব দিয়ে পরবর্তী সম্মেলন আয়োজনের দায়িত্ব ভারতকে দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।