প্যারিসে আজ শুরু হচ্ছে প্যারালিম্পিক গেমস্ ২০২৪ । চলবে ৮-ই সেপ্টেম্বর। এই প্রথম ফ্রান্স গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসের আয়োজন করেছে।
৮৪ জন ভারতীয় প্যারা অ্যাথলিট – এই প্রতিযোগিতায় যোগ নিচ্ছেন। প্যারালিম্পিক্সের ইতিহাসে এটা হল ভারতের সর্ব বৃহৎ দল। প্যারালিম্পিকসের ২২-টি বিভাগের মধ্যে ১২-টিতে ভারতীয় প্রতিযোগীরা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে প্যারা সাক্লিং, প্যারা জুডো এবং প্যারা রোয়িং ।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি গেমস্ সম্প্রচারের জন্য ইউটিউবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ১৭৫-টি দেশে প্যারালিম্পিকের খেলাগুলি দেখা যাবে ইউটিউবের মাধ্যমে। এর জন্য অর্থ খরচ করতে হবে না দর্শকদের।