মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 29, 2024 2:07 PM

printer

প্যারালিম্পিক্সে  ব্যাডমিন্টনের মিক্সড ডবলস SL3-SU5 বিভাগের গ্রুপ-এ-র খেলায় থুলাসিমাথি মুরুগেসান এবং কুমার নিতেশ, সুহাস ইয়াথিরাজ এবং পলক কোহলিকে হারিয়ে দিয়েছেন।

প্যারালিম্পিক্সে  ব্যাডমিন্টনের মিক্সড ডবলস SL3-SU5 বিভাগের গ্রুপ-এ-র খেলায় থুলাসিমাথি মুরুগেসান এবং কুমার নিতেশ, সুহাস ইয়াথিরাজ এবং পলক কোহলিকে হারিয়ে দিয়েছেন। ২১-১৪, ২১-১৭য় জয়ী হয়েছেন তাঁরা।  

মিক্সড ডবলসের SH6  বিভাগের গ্রুপ বি-র ম্যাচে  এস সোলাইমালাই এবং এন এস সিভান, আমেরিকার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন।

উল্লেখ্য, বিপুল উৎসাহ উন্মাদনার সঙ্গে গতকাল প্যারিসে প্যারালিম্পিক গেমস ২০২৪ এর সূচনা হয়েছে। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো একটি জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যারালিম্পিক গেমসের সূচনার ঘোষণা করেন। ১৬৭ টি দেশের মোট ৪ হাজার ৪০০ জন ক্রীড়াবিদ এবারের প্যারাল্যাম্পিক গেমসে অংশ নিচ্ছেন। 

এবারের প্যারাল্যাম্পিক গেমসে মোট ৮৪ জন ভারতীয় প্যারা অ্যাথলিট অংশ নিচ্ছেন। প্যারালিম্পিকের ইতিহাসে এটাই ভারতের সর্ববৃহৎ দল। ভারতীয়রা মোট ২২ টি ক্রীড়া বিভাগের মধ্যে ১২ টিতে অংশ নেবেন। তীরন্দাজি, সাইক্লিং, তাইকোন্ডো, সাঁতার এবং টেবিল টেনিসে আজ ভারতীয়দের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। ৩৮ জন ভারতীয় অ্যাটলিট এতে অংশ নেবেন। এবারের প্যারিস প্যারালিম্পিক গেমস চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন