পোল্যান্ড সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ারশতে সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য বিষয়ে মতবিনিময় করবেন দুই নেতা। পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। এর আগে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। বানিজ্যিক ক্ষেত্রে অগ্রনী ব্যক্তিত্বদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।
ওয়ারশ-তে গতরাতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে শ্রী মোদী বলেন, আজকের ভারত সকলের সঙ্গে যোগাযোগ তৈরিতে বিশ্বাসী। সকলের উন্নয়ন ও কল্যাণই ভারতের লক্ষ্য। এখন যুদ্ধের সময় নয়, আলাপ-আলোচনা ও কূটনীতিই যেকোনো সংঘাতের নিরসনের শ্রেষ্ঠ উপায় বলে তিনি মন্তব্য করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, ভারত শান্তির পক্ষে। গোটা বিশ্ব এখন ভারতকে বিশ্ববন্ধু বলে সম্মান করে।
উল্লেখ্য, দুদিনের সফরে গতকালই শ্রী মোদী পোল্যান্ড পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, এই সফর ভারত ও পোল্যান্ডের বন্ধুত্বপূর্ন সম্পর্ককে আরও গতিশীল করবে। ৪৫ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন।
সফরের দ্বিতীয় পর্যায়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামীকাল ইউক্রেন যাবেন। ১৯৯২ সালে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করছেন।