মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 8:07 PM

printer

পেনশনভোগীদের জন্য প্রক্রিয়া সরল করার লক্ষ্যে, সরকার আজ একটি একক সরলীকৃত পেনশন আবেদন ফর্ম এবং e-HRMS এর সঙ্গে ভবিশ্যের ডিজিটাল সংযুক্তি ব্যবস্থা চালু করেছে।

পেনশনভোগীদের জন্য প্রক্রিয়া সরল করার লক্ষ্যে, সরকার আজ একটি একক সরলীকৃত পেনশন আবেদন ফর্ম এবং e-HRMS এর সঙ্গে ভবিশ্যের ডিজিটাল সংযুক্তি ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন-অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনন্য উদ্যোগগুলির সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ সিং বলেন, সরকার জীবন ধারণকে সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পেনশনভোগীদের জন্যও সহায়ক হবে।   

কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব বিবেক যোশী এই উদ্যোগকে মানব সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ৯টি পেনশন ফর্ম-কে একত্রিত করে একটি একক ফর্ম আনা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন