পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি ব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। নতুনদিল্লিতে সাংবাদিকদের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, এই চুক্তির ফলে ঐ অঞ্চলে ২০২০ সাল থেকে শুরু উত্তেজনার প্রশমন এবং বিরোধের সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা নেবে। ভারত, বিভিন্ন স্তরে চীনা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে বলে তিনি জানান ।
রুশ সেনাবাহিনীতে যুদ্ধরত ভারতীয়দের প্রত্যাবর্তন প্রসঙ্গে বিদেশ সচিব বলেন, প্রায় ৮৫ জন ভারতীয় ইতমধ্যেই রাশিয়া থেকে ফিরেছেন এবং প্রায় ২০ জন এখনও সেখানে রয়েছেন।