মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 29, 2024 9:28 PM

printer

পূর্ব লাদাখে দৌলত বেগ ওল্দি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারের সময় সেনা বাহিনীর একটি ট্যাঙ্ক ভেসে গেলে এক জুনিয়ার কমিশন আধিকারিক সহ পাঁচ জওয়ানের মৃত্যু হয়ছে।

পূর্ব লাদাখে দৌলত বেগ ওল্দি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারের সময় সেনা বাহিনীর একটি ট্যাঙ্ক ভেসে গেলে এক জুনিয়ার কমিশন আধিকারিক সহ পাঁচ জওয়ানের মৃত্যু হয়ছে। গত সন্ধ্যায় সামরিক মহড়া চলাকালীন শিওক নদীতে নিওমা – চুশুল এলাকায় টি-সেভেনটি টু ট্যাঙ্কটি নামানো হয়। হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যায় সেটি। দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছলেও জলের প্রবল স্রোত থাকায় কিছুই করা সম্ভব হয়নি। সেনাবাহিনী জানিয়েছে, পাঁচটি দেহই উদ্ধার করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এক বার্তায় তিনি বলেন, দেশের প্রতি বীর জওয়ানদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ এই বিপদের সময় তাদের পাশে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন