পূর্ব রেল যাত্রীদের, বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে । পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং একটি সুরক্ষিত ভ্রমণের পরিবেশ সরবরাহ করতে অপারেশন মহিলা সুরক্ষার অধীনে একটি বিস্তৃত প্রচার শুরু করেছে। গত আগস্ট মাস জুড়ে, পূর্ব রেলের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালিয়েছিল, সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেপ্তার ও বিচার করে।এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩লক্ষ ২৪হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে রেল সূত্রের খবর। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।
Site Admin | September 12, 2024 10:14 AM