পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন খুব শীঘ্রই মাতৃভূমি লোকাল এর কিছু কোচ সাধারণ যাত্রীদের চড়ার জন্য উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর। উল্লেখ্য, ১২ কোচের EMU লোকালে মহিলা কোচের সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করায় এই ডিভিশনের শহরতলীর বিভিন্ন সেকশনে যাত্রী বিক্ষোভ ও রেল অবরোধের মত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শিয়ালদার DRM দীপক নিগম ১২ কোচের EMU লোকালে মহিলা কামরার সংখ্যা ৩ থেকে কমানোর দাবি খারিজ করে দেন। তবে মাতৃভূমি লোকালে সাধারণ যাত্রীদের জন্য কয়েকটি কোচ রাখার বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন।
শিয়ালদহ বিভাগ সম্প্রতি “মাতৃভূমি লোকাল” ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই চলাচল করছে বলে পর্যবেক্ষণে জানা গেছে। সাম্প্রতিক পরিকাঠামো উন্নয়নের ফলে শিয়ালদহ ডিভিশন শহরতলিতে পরিষেবায় ৯ কোচ থেকে বাড়িয়ে ১২ কোচবিশিষ্ট EMU-তে রূপান্তর করেছে।
এই “মাতৃভূমি লোকাল”-এর কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না বলে মনে করা হচ্ছে। কতগুলি কোচে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে রেল সূত্রের খবর।