পূর্ব উপকূলে আসন্ন ঘূর্ণিঝড় দানার প্রেক্ষিতে রেল দপ্তর নটি সর্বক্ষণের ওয়াররুম খুলেছে। সামগ্রিক প্রস্তুতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে গতকাল আঞ্চলিক রেলের এক বৈঠক হয়। রেলমন্ত্রী, পরিষেবা ব্যাহত যাতে ন্যুনতম হয় এবং যাত্রীরা যাতে হয়রানির মুখে না পড়ে্য,সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রেলমন্ত্রক জানিয়েছে ভুবনেশ্বর, গার্ডেনরিচ,খুরদা রোডের আঞ্চলিক দপ্তর, বিশাখাপত্তনম, সম্বলপুর, চক্রধরপুর ,আদ্রা ,রাঁচি ,খড়গপুর এবংবালাসোরে তৈরি হয়েছে। রেল লাইনের মেরামতি, সিগন্যালিং সিস্টেম এবং বৈদ্যুতিকরণের জন্য বিশেষ দলকে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে।
এগুলির নম্বর হল :
পুরীতে ৮৯২৬ ১০০৩৫৬
খুরদা রোডে ৮৯২৬১০০২১৫
ভুবনেশ্বরে ৮১১৪৩৮২৩৭১
কটকে ৮১১৪৩৮২৩৫৯
পারাদ্বীপে ৮১১৪৩৮৮৩০২
জাজপুরে ৮১১৪৩৮২৩৪২
ভদ্রকে ৮১১৪৩৮২৩০১
পালাসা ৮১১৪৩৮২৩১৯
ব্রহ্মপুর ৮১১৪৩৮২৩৪০
আপত্কালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত ওষুধপত্র সহ বিভিন্ন স্টেশনে মেডিকেল দল তৈরি রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশন গুলিতে বেবি ফুড সহ পর্যাপ্ত খাবার মজুত করা হয়েছে।