মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 30, 2025 9:49 AM

printer

পুরুষদের হকি ইন্ডিয়া লিগে তামিলনাড়ু ড্রাগনস এবং সুরমা হকি ক্লাব সেমিফাইনালে উঠেছে।

পুরুষদের হকি ইন্ডিয়া লিগে তামিলনাড়ু ড্রাগনস এবং সুরমা হকি ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে UP Rudras-এর বিরুদ্ধে ম্যাচটি ২-২ গোলে ড্র করে তামিলনাড়ু ড্রাগনস। এরপর পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জিতে ইউপি এগিয়ে গেলেও তামিলনাড়ুর পয়েন্ট বেশি থাকায় তারা সেমিফাইনালে জায়গা করে নেয়।
অন্য ম্যাচে সুরমা হকি ক্লাব, তাদের শেষ পুল ম্যাচে শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্সকে পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন