পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে গতবারের বিজয়ী ভারত, আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। চীনের হুলুনবুইরের মকি হকি ট্রেনিং বেসে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়। ছয় দেশের এই টুর্নামেন্টে রাউন্ড রবীন লিগে ভারত টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ চারে উঠেছে। অপর সেমিফাইনালে পাকিস্তান, চীনের বিরূদ্ধে খেলবে। ফাইনাল আগামীকাল।
Site Admin | September 16, 2024 10:02 AM
পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ভারত, আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
