মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 28, 2024 11:18 AM

printer

পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী-জিনাত এখন বাঁকুড়ার রানিবাঁধ থানার বারুনি-গোপালপুর এলাকায় রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন।

পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী-জিনাত এখন বাঁকুড়ার রানিবাঁধ থানার বারুনি-গোপালপুর এলাকায় রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন।

আজ সকালে গতরাতের অবস্হান থেকে প্রায় ছয় কিলোমিটার এগিয়ে মানবাজার এক নম্বর ব্লকের নৈনানি গ্রামের কাছে আশ্রয় নিয়েছিল। বিডিও দেবাশিস ধর অডিও মেসেজে ওই এলাকার মানুষকে সকাল থেকে সাবধান করতে থাকেন। ধানাড়া ও বিসরি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুল ও অঙ্গনওয়াড়ি  কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। মানুষ যাতে জঙ্গলের দিকে না যান বা গৃহপালিত পশুকেও সেদিকে  না নিয়ে যান সেব্যাপারে সতর্ক করা হয়েছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন