পুরাতন দিল্লীর রাজেন্দ্রনগরে ইউ পি এস সি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পরীক্ষার্থীর মৃত্যর ঘটনায় আজ দিল্লী হাইকোর্ট, আম আদমী পার্টি সরকার এবং দিল্লী পুরনিগমের তীব্র সমালোচনা করেছে। খয়রাতি সংস্কৃতির জন্য কর সংগ্রহ না হলে এ ধরণের দুঃখজনক ঘটনা ঘটতে বাধ্য। উপযুক্ত নিকাশী ব্যবস্থা না করেই বহুতল গড়ে উঠছে এবং এ ব্যাপারে অনুমতিও দেওয়া হচ্ছে। হাইকোর্টের কার্য নির্বাহী প্রধান বিচারপতি মনমোহন জানিয়েছেন, ঘটনাটি যে অবহেলাজনিত অপরাধের উদাহরণ তা স্পষ্ট। প্রশাসন কোনো দায়িত্ব না নিলে আদালত সরাসরি নির্দেশ জারী করবে বলেও বিচারপতি জানান।
Site Admin | July 31, 2024 9:42 PM