পুরনো দিল্লীর রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন ইউপিএসসি পড়ুয়ার দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় দিল্লি হাইকোর্ট, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কার্যনির্বাহী প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লির মুখ্য সচিব, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান, এবং পুরো নিগমের চেয়ারম্যানকে নিয়ে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। পুলিশের কমিশনারও গোটা বিষয়টি পুনরায় যাচাই করে দেখবেন। গত একত্রিশে জুলাই হাইকোর্ট দিল্লি পুরো নিগমের কমিশনার এবং পুলিশের ডেপুটি কমিশনার কে আদালতে তলব করেছিল। খয়রাতির সংস্কৃতির কারণেই রাজ্য সরকার পরিকাঠামোর উন্নয়নে কোন গা করেনি বলে আদালত ক্ষোভ ব্যক্ত করে।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রক গত সোমবার বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে। এক মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।