পুনের পোর্শে দুর্ঘটনা মামলায় ১৮ ছুঁই ছুঁই কিশোরকে অবিলম্বে মুক্তি দিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। গত ১৯শে মে গভীর রাতে বেপরোয়া গতিতে বিলাস বহুল গাড়ির ধাক্কায় ২৪ বছর বয়সী দুই সফটওয়ার ইঞ্জিনিয়ার প্রাণ হারালে, দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চালকের আসনে ছিল ওই কিশোর।
বিচারপতি ভারতী ডাঙ্গড়ে ও বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ আজ তার মুক্তির নির্দেশ দিয়ে বলেছেন, জুভেনাইল জাস্টিস অ্যাক্টের লক্ষ্য হল নাবালককে প্রাপ্তবয়স্কের থেকে আলাদাভাবে দেখা, তা’ সে অপরাধ যত গুরুতর’ই হোক না কেন।