মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2024 6:26 PM

printer

পি আই বি কলকাতার উদ্যোগে আলিপুরদুয়ারে আজ ‘বার্তালাপ’ শীর্ষক আঞ্চলিক সংবাদমাধ্যম কর্মশালার আয়োজন করা হয়

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো – পি আই বি কলকাতার উদ্যোগে আলিপুরদুয়ারে আজ ‘বার্তালাপ’ শীর্ষক আঞ্চলিক সংবাদমাধ্যম কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংসদ মনোজ টিগ্গা – দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির খবর তৃণমূল স্তরে পৌঁছে দেবার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহবান জানান। ‘এক পেড় মা কে নাম’ অভিযানের অঙ্গ হিসাবে প্রতীকী চারাগাছ রোপণ করেন তিনি। জেলার দুই বিশিষ্ট বর্ষীয়ান সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করেন শ্রী টিগ্গা। প্রেস ইনফরমেশন ব্যুরো ও সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টি ভি এস রেড্ডি, পি আই বি-র কাজকর্মের নানা দিক তুলে ধরেন। অতিরিক্ত মহানির্দেশক শম্ভুনাথ চৌধুরী ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করে নানা উদ্ভাবনী কাজে পি আই বি-র সক্রিয় ভূমিকার উল্লেখ করেন। স্বাগত ভাষণ দেন পি আই বি কলকাতার উপ নির্দেশক অরিজিত চক্রবর্তী। অনুষ্ঠানে আলিপরদুয়ারের উন্নয়নে ব্যাঙ্কিং ক্ষেত্রের ভূমিকা নিয়ে বলেন লিড ব্যাঙ্ক ম্যানেজার লিপিকা রায়। নাবার্ডের ভূমিকা নিয়ে বলেন জয়ন্ত থোকদার।
প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাজ নিয়ে জানান ডেপুটি প্রেস রেজিস্ট্রার রজিথ চন্দ্রন। ভুয়ো খবর ধরার কৌশল সম্পর্কে জানান জয়দীপ দাশগুপ্ত। পি আই বি-র ওয়েবসাইট এবং তার উপযোগিতা ব্যাখ্যা করেন মহম্মদ সিকান্দার আনসারি।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন সাংবাদিক এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। তাঁদের শংসাপত্র দেওয়া হয় ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন