পাসপোর্ট জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গেদে থেকে চক্রের অন্যতম এজেন্ট অলোকনাথ কে গ্রেপ্তার করেছে। ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গতরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে অলোকনাথ’কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গেদের উত্তরপাড়ায় দীর্ঘ ১০ ঘন্টা জেরার পর অলক নাথ বয়ানে অসংগতি মেলায় ইডি আধিকারিকরা তাকে আটক করেন বলে জানা গেছে।
খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র।
উল্লেখ্য, অলক নাথ দীর্ঘদিন ধরে ই পাসপোর্ট অফিসের কাজ করতেন। ইডি সূত্রে খবর লোকনাথ পাসপোর্ট ভিসা তৈরীর চক্রের অন্যতম এজেন্ট ছিলেন তিনি।
আগেই জানানো হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট – ইডি কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় গতকাল কলকাতা সহ আট জায়গায় তল্লাশী চালায়। ভুয়ো পাসপোর্ট তৈরীর ঘটনায় অবৈধ ভাবে অনুপ্রবেশকারীদের সন্ধানে ফরেনার্স এ্যাক্ট মামলায় এই তল্লাশী চলে। জাল নথী দেখিয়ে অনুপ্রবেশের অভিযোগের জেরে এবিষয়ে তদন্ত চলছে। কলকাতার বিরাটি ও বেকবাগান ছাড়াও হাওড়ার বাঁকড়া, এলাকা তেও তল্লাশী চলে।