পাবলিক ফাইন্যান্স, মুদ্রা স্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা সহ মোট ৬ টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ এর ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে, অর্থনীতিবিদ ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠন করা একটি প্যানেলের প্রধান করা হবে। এই প্যানেল শ্বেতপত্র প্রকাশ করবে বলে খবর। মুখ্য উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে কমিটি দায়িত্ব গ্রহণের ৯০ দিনের মধ্যে এটি প্রকাশ করবে।
Site Admin | August 22, 2024 1:47 PM