পাপুয়া নিউ গিনিতে, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্বেষমূলক মন্তব্য, ভুল তথ্য ও পর্ণগ্রাফি বন্ধ করতেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে সেদেশের পুলিশ মন্ত্রী পিটার সিয়া মালিলি জানিয়েছেন।
তিনি বলেন, সরকার বাক্ স্বাধীনতার বিরোধী নয়, কিন্তু নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয়, তা’ সুনিশ্চিত করা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
এদিকে, গতকাল আচমকা এই নিষেধাজ্ঞা জারির পর বিরোধী দলগুলি এর সমালোচনায় সরব হয়েছে। তাদের অভিযোগ, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর ব্যবহারকারীর সংখ্যা ১৩০ লক্ষের’ও বেশী।
Site Admin | March 26, 2025 6:05 PM
পাপুয়া নিউ গিনিতে, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে।
